প্রাথমিক চিকিৎসায় পেঁয়াজ-মধু-চা-লবন
যেকোনো বিপদ-আপদে বাড়িতে ফাস্ট এইড কিট রাখার পরামর্শ দেন চিকিৎসকরা। এতে কর আকস্মিক দুর্ঘটনায় প্রাথমিক ধকল সামাল দেওয়া সম্ভব। এমনকি বাড়িতে এই কিট না থাকলেও আপনার রান্নাঘরে কিন্তু ফাস্ট এইডের কিছু উপাদান ঠিকই সংরক্ষিত থাকে। আমরা অনেকেই এদের সম্পর্কে কমবেশি জানি। আবারো এক ঝলক দেখে নিন এবং দুর্ঘটনা ঘটে গেলে এর ব্যবহার করুন।
১. পেঁয়াজ : পোড়া ত্বকের প্রাথমিক চিকিৎসা দেওয়া যায় পেঁয়াজ দিয়ে। পুড়ে যাওয়া মাত্রই এক টুকরো পেঁয়াজ পোড়া স্থানে লাগিয়ে নিন। এতে জ্বালা-যন্ত্রণা কিছুটা কমে আসবে। বিষাক্ত কীটের কামড়েও এটি ব্যবহার করা যায়।
২. গ্রিন টি : এই চায়ের নানা গুণ সম্পর্কে এখন সবাই জানেন। দীর্ঘায়ু থেকে শুরু করে হজমের সমস্যা দূর করার কাজও করে গ্রিন টি। কিন্তু আপনি কি জানেন যে, এই চায়ের পাউডার ফোলা চোখের সুস্থতা এনে দেয়? এর ক্যাফেইন চোখের রক্তবাহী শিরাগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনে।
৩. মধু : এটি যেমন খাবারকে মিষ্টি স্বাদ দেয়, তেমনি হ্যাংওভার কাটাতে দারুণ কাজ দেয়। অ্যালকোহলে প্রভাব দ্রুততার সঙ্গে দূর করে মধু। কারণ মধুতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে।
৪. লবণ : কণ্ঠনালীর ব্যথা বা টনসিল হলে উষ্ণ পানিতে সামান্য লবণ মিশিয়ে গার্গেল করুন। ব্যথা প্রশমিত হবে।
সূত্র : ফক্স নিউজ
মন্তব্য চালু নেই