প্রাক্তন প্রেমিকের সঙ্গে এখনও ঘনিষ্ঠ কেটি পেরি
জনপ্রিয় পপ তারকা কেটি পেরির সঙ্গে তাঁর প্রেমিক জন মেয়ারের বিচ্ছেদ হয়ে গেছে বহু দিন হল। এখন তিনি সম্পর্কে আছেন ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’ অভিনেতা অরলান্দো ব্লুমের সঙ্গে। কিন্তু হঠাৎ জানা গেলো, কেটি নাকি এখনও সাবেক প্রেমিক জন মেয়ারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলছেন।
একটি সূত্র বলছে, ‘কেটি এবং জন এখনও ভাল বন্ধু, এবং দুজনই দুজনের শুভাকাঙ্ক্ষী। তারা একে অপরকে সুখী দেখতে চায়। তাঁদের মধ্যে পূর্বের সম্পর্ক নিয়ে কোন দ্বন্দ্ব নেই।’
সূত্রটি আরও বলছে, কেটি এবং জনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কেটির বর্তমান প্রেমিক অরলান্দো ব্লুমেরও নাকি কোন সমস্যা নেই।
মন্তব্য চালু নেই