প্রাইভেট কারের ধাক্কায় নিহত ১ আহত ২
রাজশাহী নগরীতে প্রাইভেট কারের ধাক্কায় মঞ্জুর হোসেন (৫০) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর দুই রিকশা আরোহী গুরুতর আহত হয়েছেন। তাদের সংকটাপন্ন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর ফায়ার সার্ভিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন, নগরীর পলাশডাঙ্গা এলাকার মৃত আসিম উদ্দিনের ছেলে লালু (৩০) ও শ্রীরামপুর এলাকার মৃত আহাদ আলীর ছেলে আয়নাল (৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নগরীর ফায়ার সার্ভিস মোড় এলাকায় একটি ঘিয়া কালারের প্রাইভেট কার বেপরোয়া গতিতে একটি রিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় রিকশাচালক মঞ্জুর ঘটনাস্থলে নিহত হন।
এ বিষয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদত হোসেন জানান, প্রাইভেট কারটিকে চালকসহ আটকের চেষ্টা চলছে। আর দুর্ঘটনার আলামত হিসেবে ভাঙ্গা রিকশা থানায় নিয়ে আসা হয়েছে।
এ ব্যাপারে থানায় মামলা করবে নিহতের পরিবার বলেও জানান এই কর্মকর্তা।
মন্তব্য চালু নেই