প্রস্তুতি ম্যাচের দল ঘোষণা

সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য বিসিবি একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের আগে আগামী ১৯ নভেম্বর একমাত্র প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর ২১ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ওয়ানডে সিরিজ।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ শেষে ওয়ানডে সিরিজের প্রথম দুটি ২১ ও ২৩ নভেম্বর ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। এরপর শেষ তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায়।

উল্লেখ্য: সফলকারী জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুটিতেই জয় তুলে নিয়েছে টাইগাররা। সফরের শেষ টেস্ট ম্যাচটি এখন চলছে।

বিসিবি একাদশ:

এনামুল হক বিজয়, শামসুর রহমান, রনি তালুকদার, সাব্বির রহমান, সৌম্য সরকার, নাসির হোসেন, শুভাগত হোম, মুসাদ্দেক হোসেন, মুক্তার আলী, শফিউল ইসলাম, আবুল হোসেন, মো: শহীদ ও নাজমুল হক শান্ত।



মন্তব্য চালু নেই