প্রশ্নপত্রে রাষ্ট্র ও নারী নিয়ে কটূক্তি, শিক্ষক আটক
মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের সৃজনশীল প্রশ্নের প্রথম পৃষ্ঠার অংশ বিশেষ। পরীক্ষার প্রশ্নপত্রে রাষ্ট্র বিদ্বেষী মন্তব্য ও নারী নিয়ে কটূক্তি করার অভিযোগে মানিকগঞ্জে এক স্কুল শিক্ষককে আটক করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে ওই শিক্ষককে আটক করে পুলিশ।
আটক শিক্ষকের নাম ইব্রাহিম দেওয়ান (৪৭)। তিনি মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
সিলেবাসের বাইরে সপ্তম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের সৃজনশীল এবং বহু নির্বাচনীর অর্ধবার্ষিকী পরীক্ষার ওই প্রশ্নপত্র তৈরি করেছিলেন তিনি।
সকালে ওই বিষয়ে পরীক্ষা দেয় শিক্ষর্থীরা। ওই বিদ্যালয়ের শিক্ষার্থী-অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল ৮টার দিকে নিজ বিদ্যালয় কক্ষে ওই বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। ওই বিষয়ের সৃজনশীল প্রশ্নপত্রে কয়েকটি জায়গায় রাষ্ট্র বিদ্বেষী এবং বহু নির্বাচনী প্রশ্নপত্রে নারীকে কটূক্তি করা হয়। তা পড়ে অনেক শিক্ষার্থীই ক্ষুব্ধ হয়। পরীক্ষা শেষে বাড়ি গিয়ে অভিভাবকদের কাছে বিষয়টি জানায় তারা।
অভিভাবকরা বিষয়টি জেলা প্রশাসক রাশিদা ফেরদৌসকে অবগত করে। তিনি পুলিশ সুপার মাহফুজুর রহমানকে আইনি ব্যবস্থা নিতে বলেন। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ বিদ্যালয়ে গিয়ে প্রশ্নপত্রে সত্যতা পেয়ে ওই শিক্ষককে আটক করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইদ্রিস আলী আজিজী জানান, প্রতিটি বিষয়ের শিক্ষক পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করেন। এরপর সহকারী প্রধানসহ দুই শিক্ষক সেগুলো নিরীক্ষণ করার পর ছাপার জন্য পাঠানো হয়। এই ধরনের কাজ করায় সংশ্লিষ্ট শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আর এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
অভিযুক্ত শিক্ষক ইব্রাহিম দেওয়ান সাংবাদিকদের জানান, সিলেবাসের বাইরে এবং ইচ্ছাকৃতভাবে প্রশ্নপত্র করা হয়নি। সিলেবাস অবলম্বনে ওই প্রশ্নপত্র করা হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রস্ততি চলছে। এনটিভি
মন্তব্য চালু নেই