কলারোয়ায় ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ডিসি

প্রযুক্তির সদব্যবহারে দেশকে আরো এগিয়ে নিতে হবে

সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান বলেছেন, তথ্য প্রযুক্তির বর্তমান যুগে যেকোন সেবা হাতের মুঠোয় চলে এসেছে। প্রযুক্তির সদব্যবহারের মাধ্যমে দেশকে আরো এগিয়ে নিতে হবে। সাতক্ষীরার কলারোয়ায় ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাস, ডিজিটাল কন্টেন্ট প্রস্তুতকরণ, ফ্রিল্যান্সের মাধ্যমে আউট সোর্সিং লার্নিং ও আর্নিং, সকল সেবায় ইন্টারনেট ও আইসিটির সম্ভার ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন ডিসি নাজমুল আহসান।

পরে তিনি মেলার ১৪টি স্টল ঘুরে দেখেন।

সভাপতির স্বাগত বক্তব্য রাখছেন ইউএনও উত্তম কুমার রায়।
সভাপতির স্বাগত বক্তব্য রাখছেন ইউএনও উত্তম কুমার রায়।

বাংলাদেশ ইন্টারনেট সপ্তাহের অংশ হিসেবে শুক্রবার কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে ২দিন ব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও উত্তম কুমার রায়।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
বিশেষ অতিথির বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, দুই ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও সেলিনা আনোয়ার ময়না, শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক এবং ভারপ্রাপ্ত পৌর মেয়র রফিকুল ইসলাম।

 

 

সারাদেশে ইন্টারনেটকে ছড়িয়ে দেয়া ও সহজলভ্য করার অভিপ্রায় ব্যক্ত করেন বক্তারা।

 

 

ডিসিকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন সহকারী কমিশনার (ভূমি) সানজিদা ইয়াসমিন।
ডিসিকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন সহকারী কমিশনার (ভূমি) সানজিদা ইয়াসমিন।

কলারোয়ার সহকারী কমিশনার (ভূমি) সানজিদা ইয়াসমিন, প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, প্রেসক্লাব সভাপতি দীপক শেঠ, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, কোষাধ্যক্ষ অধ্যাপক কেএম আনিছুর রহমানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন।

 

ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের কিছু খন্ডচিত্র:

ডিসি নাজমুল আহসানকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
ডিসি নাজমুল আহসানকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
ডিসিকে ক্রেস্ট উপহার দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান।
ডিসিকে ক্রেস্ট উপহার দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান।
ফিতা কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করছেন জেলা প্রশাসক নাজমুল আহসান।
ফিতা কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করছেন জেলা প্রশাসক নাজমুল আহসান।
জেলা প্রশাসককে গার্ড অব অনার জানাচ্ছেন বয় স্কাউটের একটি চৌকস দল।
জেলা প্রশাসককে গার্ড অব অনার জানাচ্ছেন বয় স্কাউটের একটি চৌকস দল।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় উপস্থিতির একাংশ।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় উপস্থিতির একাংশ।
স্টল প্রাঙ্গনে ল্যাপটপে ক্লিক করে ডিজিটাল মেলার উদ্বোধন করছেন ডিসি নাজমুল আহসান।
স্টল প্রাঙ্গনে ল্যাপটপে ক্লিক করে ডিজিটাল মেলার উদ্বোধন করছেন ডিসি নাজমুল আহসান।
কয়েকটি স্টল ঘুরে দেখছেন ডিসি, উপজেলা চেয়ারম্যান, ইউএনও সহ অন্যান্যরা।
কয়েকটি স্টল ঘুরে দেখছেন ডিসি, উপজেলা চেয়ারম্যান, ইউএনও সহ অন্যান্যরা।


মন্তব্য চালু নেই