প্রমোদতরীতে ছুটি কাটাচ্ছেন রোনালদো
আর ক’দিন বাদেই শুরু ইউরো। আজ (বৃহস্পতিবার) রাতেই পর্তুগাল দল পৌঁছবে ওয়েম্বলিতে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে। এই ম্যাচে তিনি খেলবেন না। চ্যাম্পিয়ন্স লিগ শেষ হওয়ার পর, আপাতত ক’টা দিন তিনি ছুটি কাটাচ্ছেন।
জাতীয় দলের হয়ে ইউরোতে কী কী করবেন, কেমন খেলবে তাঁর দল, এতদিন বাদে সতীর্থদের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হবে না তো— এই সব কোনও ভাবনা-চিন্তাকেই আপাতত তিনি আমল দিচ্ছেন না। খোশমেজাজে আছেন। প্রমোদতরী চড়ে পাড়ি দিয়েছেন সমুদ্রে। বন্ধুদের সঙ্গে দিন কয়েক চুটিয়ে মজা করতে চান। করছেনও। তাঁর ছুটি ছুটি মেজাজের বেশ কিছু ছবি সোস্যাল নেটওয়ার্কে দেখা যাচ্ছে।
কোনও ছবিতে দেখা যাচ্ছে রোনালদো প্রমোদতরীর ডেকে বসে আছেন বন্ধুদের সঙ্গে। কোথাও আবার দেখা যাচ্ছে তিনি নীল সমুদ্রেই সাঁতার কাটছেন। ছুটিতে যাওয়ার আগে রোনালদোর কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে কেন খেলছেন না? জবাবে সি আর সেভেন বলেছেন, না, না এখন একদম না। আমার পা-কে কদিন বিশ্রাম নিতে দিন। ক’দিন বিশ্রাম নিতে চাই। ছুটি কাটাতে চাই। তারপরও ছ’দিন সময় থাকবে। মনে হয় না, ইউরোর প্রস্তুতিতে কোনও সমস্যা হবে।’
মন্তব্য চালু নেই