প্রমাণ দিলেন অন্যদের চেয়ে এখানেও এগিয়ে মেসি!
ফুটবল তারকা লিওনেল মেসি নতুন একটি কীর্তির মালিক হয়েছেন। ফুটবল ভূবনের একক রাজত্ব চলছে মেসির পায়ে। যেখানে রেকর্ড সেখানের বেশিরভাগ যায়গায় পাওয়া যায় লিওনেল মেসিকে।
বুধবার রাতেই ফের মুগ্ধ করেন মেসি। চ্যাম্পিয়ন্স লিগে ন্যু ক্যাম্পে শেষ ষোলোর লড়াইয়ে গোল পান মেসি, নেইমার ও সুয়ারেস। প্রত্যেকে একটি করে গোল করেন। ইউরোপের এই আসরে মেসির গোলসংখ্যা এখন ৯টি। এটিই বিশ্বরেকর্ড। এই টুর্নামেন্টে একক প্রতিপক্ষের বিপক্ষে ৯টি বা এর বেশি গোল করতে পারেননি অন্য কেউ।
এর মাধ্যমে মেসি ফের প্রমাণ দিলেন অন্যদের চেয়ে এখানেও এগিয়ে তিনি।
মন্তব্য চালু নেই