প্রধান বিচারপতির গ্রামের বাড়ির পিছনে ‘গ্যাস সিলিন্ডার’
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এসকে সিনহা) গ্রামের বাড়ির পিছনে পরিত্যক্ত অবস্থায় একটি ‘গ্যাস সিলিন্ডার’ পাওয়া গেছে।
সোমবার সকালে মৌলভীবাজারের কমলগঞ্জে বাড়ির পাশে জমিতে এটি দেখতে পেয়ে স্থানীয়রা জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
স্থানীয়রা জানায়, প্রধান বিচারপতির বাড়ির পিছনে প্রায় ১৫০ ফুট দূরে জমিতে গ্যাস সিলিন্ডার পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি প্রধান বিচারপতির বাড়ির নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্য নজরুল ইসলামকে জানানো হয়। পরে খবর পেয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজালালসহ ঊর্ধ্বতন পুলিশ, বিজিবি ও র্যাব কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন।
এ বিষয়ে মৌলভীবাজারের এএসপি (সার্কেল) মোল্লা মো. শাহীন বলেন, ‘বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। গ্যাস সিলিন্ডার পরীক্ষার জন্য সিলেট থেকে বিশেষঞ্জ দল কমলগঞ্জে আসছেন।’
তিনি জানান, ঘটনাস্থলের পাশে একটি ম্যাপ, আলফালাহ যুবসংঘের একটি তালিকা উদ্ধার করা হয়েছে। সেখানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
মন্তব্য চালু নেই