‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গীবাদের দাফন করে দেওয়া হয়েছে’

মাগুরা প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গীবাদের দাফন করে দেওয়া হয়েছে। তার দৃঢ় নেতৃত্বে জঙ্গীবাদ দমন এখন সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা নির্ভয়ে পালনের আহবান জানিয়েছেন মাগুরা ২ আসনের সাংসদ ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার । শনিবার (১ অক্টোবর) সন্ধ্যায় মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্গাপূজা উদযাপনে সহায়তা বাবদ সরকারি অনুদানের চেক বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। মন্ত্রী বলেন, দুই-একজন জঙ্গীর কারণে এদেশের দীর্ঘ ঐতীহ্য সাম্প্রদায়ীক স¤প্রীতি বিনষ্ট হতে দেওয়া যায় না উল্লেখ করে তিনি আরও বলেন, নির্ভয়ে পূজা উদযাপন করুন। আপনাদের কোন ভয় নাই। আপনাদের পাশে প্রশাসন, আওয়ামীলীগ ও শেখ হাসিনা রয়েছেন। মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহম্মদপুর থানার ওসি তরীকুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট প্রদ্যুৎ কুমার সিংহ, সাধারণ সম্পাদক বাবু বাসুদেব কুন্ডু, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান, কানু তেওয়ারী ও অধ্যাপক বিপ্লব রেজা বিকো। অনুষ্ঠানে মহম্মদপুর উপজেলার ১০৯ টি মন্দিরে দুর্গাপূজা উদযাপনের জন্য সহায়তা বাবদ সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়।



মন্তব্য চালু নেই