প্রধানমন্ত্রী ইতিহাস ভোলেননি, প্রয়োজনেই আজ জাসদ সঙ্গে
টিপু সুলতান (রবিন), সাভার প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিহাস ভুলে জাননি; ইতিহাসের উপর দাঁড়িয়ে বাস্তবতার নিরীখে সময়ের প্রয়োজনে জাসদের সাথে রাজনৈতিক ঐক্য গড়ে তোলা হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ইতিহাসের অনেক সত্য আছে; সব কথা সবসময় বলা সমিচীন নয় বলেও এসময় জানান তিনি।
বুধবার দুপুরে সাভারের হেমায়েতপুরে সাভার-সিঙ্গাইর সংযোগ সড়কের সংস্কার কাজের পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন মন্ত্রী।
আসছে ঈদে মহাসড়কগুলোর যানজট পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঈদের পাঁচদিন আগে থেকে রাজধানীর আশেপাশে পনেরটি পয়েন্টে প্রথমবারের মতো রোবার স্কাউটের প্রায় এক হাজার স্বেচ্ছাসেবী কাজ করবে বলে এসময় জানান মন্ত্রী।
এছাড়া আন্তমন্ত্রনালয়ের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ঈদে মহাসড়কে যানজট এড়াতে ফিটনেসবিহীন গাড়ী না চালাতেও মালিক পক্ষকে নির্দেশনা দেয়া হয়েছে বলে এসময় জানান তিনি।
সংস্কার কাজ পরিদর্শনের সময় স্থানীয় সাংসদ; সড়ক ও জনপদের উর্ধতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই