প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে ছাত্রলীগকে দরকার

প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে ছাত্রলীগকে দরকার বলে মনে করেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়। এমনটাই জানালেন স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করা। সজীব ওয়াজেদ জয় ধারণা করেন প্রধানমন্ত্রীর এই স্বপ্ন পূরণের জন্য বাংলাদেশ ছাত্রলীগকে দরকার।’

রোববার সকালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের উদ্যোগে “ক্লিন ক্যাম্পাস-সেফ ক্যাম্পাস” কার্যক্রম উদ্বোধন করার সময় এ কথা বলেন আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ‘মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। যা এখন সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে এ বছর বাংলাদেশ ৫০ হাজার মেট্রিক টন খাদ্য রপ্তানি করে শ্রীলঙ্কাতে। আর প্রধানমন্ত্রীর এই সব কাজে প্রযুক্তির দিক দিয়ে সাহায্য করে যাচ্ছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।’

তিনি আরো বলেন, ‘সজীব ওয়াজেদ জয় ধারণা করেন প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণের জন্য বাংলাদেশ ছাত্রলীগকে দরকার। তার ধারণার প্রতিফলনই হল এই “ক্লিন ক্যাম্পাস-সেফ ক্যাম্পাস” কর্মসূচি। যার উদ্দেশ্য হলো ক্যাম্পাস পরিষ্কারের পাশাপাশি ছাত্রলীগকে আদর্শভাবে গড়ে তোলা।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘রূপক অর্থে বিশ্ববিদ্যালয়কে পরিষ্কার করার জন্য হলেও ক্লিন ক্যাম্পাস-সেভ ক্যাম্পাস এর মূল উদ্দেশ্য হলো মনটাকে পরিশুদ্ধ করা। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো দুর্নীতিমুক্ত ও জঙ্গিমুক্ত করে আদর্শ করে গড়ে তোলার জন্যই সজীব ওয়াজেদ জয়ের ঘোষণা করা ক্লিন ক্যাম্পাস- সেভ ক্যাম্পাস কার্যক্রম চলছে।’

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাদাত উল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির উপ-সম্পাদক কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারি দেবাশীষ দাশ। এসময় শিক্ষক-কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সব নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর ছাত্রলীগের পক্ষ থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিষ্কার করা হয়।



মন্তব্য চালু নেই