প্রধানমন্ত্রীর সংবর্ধনাস্থলের বাইরে বিএনপির বিক্ষোভ

লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা অনুষ্ঠান চলাকালীন সভাস্থলের বাইরে বিক্ষোভ করেছে যুক্তরাজ্য বিএনপি। বিক্ষোভে জামায়াত-শিবিরের নেতাকর্মীরাও অংশ নেয় বলে খবর পাওয়া গেছে।

রোববার সেন্ট্রাল লন্ডনের পার্ক লেইনে হিলটন হোটেলে স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে এ অনুষ্ঠান শুরু হয়।

লন্ডনে অবস্থানরত সাংবাদিক মুনজের আহমদ চৌধুরী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা অনুষ্ঠান শুরু হওয়ার পরেই হোটেলের বাইরে বিক্ষোভ কর্মসূচি পালন করে যুক্তরাজ্য বিএনপি। বিক্ষোভে জামায়াত-শিবিরের নেতাকর্মীরাও অংশ নেয় বলে জানান তিনি।

ভারতের সঙ্গে স্থলসীমা চুক্তিসহ বর্তমান সরকারের নানা সাফল্যের জন্য এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ।

সভা শুরুর অনেক আগে থেকেই সভাস্থলের বাইরে রাস্তার বিপরীত পাশে বিক্ষোভ কর্মসূচি পালন করে যুক্তরাজ্য বিএনপি। এতে অংশ নেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ, তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম, সাবেক সহ-সভাপতি, আব্দুল হামিদ চৌধুরী আখতার হোসেন, মুজিবুর রহমান নাসিম আহমদ চৌধুরীসহ কয়েকশ’ নেতাকর্মী।



মন্তব্য চালু নেই