প্রথম স্ত্রীর মামলায় ফেঁসে গেলেন ক্রিকেটার দিলশান!

শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক তিলকরত্নে দিলশানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করে নিয়েছে কোর্ট। প্রথম স্ত্রীর সন্তানের রক্ষণাবেক্ষনের অর্থ সময়মত পরিশোধ না করার মামলায় আদলতে হাজির না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আদালত। গতকাল হাজির হয়েছিলেন দিলশান। তাই তাকে গ্রেপ্তার না করার নিদের্শ দিয়েছে কোর্ট। তবে পরবর্তী তারিখে তাকে কোর্টে হাজিরের নির্দেশ দিয়েছে প্রধান ম্যাজিস্ট্রেট।

দিলশানের বিপক্ষে নিজের ও তার সন্তানের ভরন-পোষণ এবং বীমার দেয়ার জন্য মামলা করেছিলেন তার প্রথম স্ত্রী নিলাঙ্কা উইথনাগে। সেটি সময়মত দিতে না পারায়, দিলশানকে আদালতে হাজিরের নিদের্শ দেয়া হয়। দিলশানকে পরবর্তী তারিখে আদালতে হাজিরের নিদের্শ দিয়েছেন প্রধান ম্যাজিস্ট্রেট। এছাড়া আগামী ২৪ মে পর্যন্ত এই মামলাটি স্থগিত রেখেছেন ম্যাজিস্ট্রেট।

শ্রীলঙ্কার হয়ে ১৭ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন দিলশান। এসময় ৮৭ টেস্টে ৫৪৯২, ৩৩০ ওয়ানডেতে ১০২৯০ ও ৮০টি-২০ ম্যাচে ১৮৮৯ রান করেন তিনি। বল হাতে টেস্টে ৩৯, ওয়ানডেতে ১০৬ ও টি-২০তে ৯ উইকেট নিয়েছেন ৪০ বছর বয়সী দিলশান।



মন্তব্য চালু নেই