প্রথম ‘সেক্স’ দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন জেনিফার
হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্সকে তার আসন্ন চলচ্চিত্র ‘প্যাসেঞ্জারস’য়ে ক্রিস প্রাটের সঙ্গে সেক্স দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে। কিন্তু এই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়টি নাকি উদ্ভট লেগেছে এই অভিনেত্রীর কাছে।
‘হলিউড রিপোর্টার’ এর বাৎসরিক গোলটেবিল বৈঠকে আপকামিং এই সাই-ফাই ছবিটি নিয়ে কথা হয় লরেন্সের সঙ্গে। লরেন্স সেখানে জানান, কয়েক সপ্তাহ আগে তিনি তার ‘জীবনের প্রথম’ সেক্স দৃশ্যে অভিনয়ে অংশ নেন। তিনি বলেন, ‘মাত্র কয়েক সপ্তাহ আগে আমি আমার জীবনের প্রথম ‘রিয়েল সেক্স’ দৃশ্যে অভিনয় করেছি। সবাই সব কিছুই সঠিকভাবে করলেও আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে। এটি আমার কাছে একটি বিচিত্র অভিজ্ঞতা।’
অভিনেত্রী আরোও জানান, ‘আমি খুবই নেশাগ্রস্থ ছিলাম, বাড়ি ফেরার পর খুবই অবসন্ন বোধ করি এটি ভেবে যে আমি একি করলাম! আমার সহ অভিনেতা বিবাহিত, এবং এই প্রথম আমি কোন বিবাহিত পুরুষকে চুমু খাই। যার ফলে অপরাধবোধে ভুগছি।’
লরেন্স আরো যোগ করেন, ‘আমি জানি এটি আমার কাজ। কিন্তু তারপরও আমি আমার বিবেককে বোঝাতে পারিনি। তাই আমি আমার মায়ের কাছে এ ব্যপারে সাহায্য চাই। আমি মাকে বলি, তুমি কি বলবে এটি ঠিক ছিল? তুমি জানো না আমি কতটা আহত! তুমি চাইতে এটি বাস্তবে ঘটুক, যে কারণে আমি আমার জীবনে এই প্রথম খুবই আহত বোধ করছি।’
মরটিন টিল্ডামের পরিচালনায় ‘প্যাসেঞ্জারস’ ছবিতে সৌরজগতে এক গ্রহ থেকে আরেক গ্রহে ভ্রমণ করতে দেখা যাবে জেনিফার লরেন্স ও ক্রিস প্র্যাটকে। ছবিটি আগামী বছর ২০১৬ সালের ২১ ডিসেম্বর মুক্তি পাবে।
মন্তব্য চালু নেই