প্রথম সন্তানের মা হলেন অভিনেত্রী সুদীপ্তা
মা হলেন রাজকাহিনী খ্যাত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। এটাই তাঁর প্রথম সন্তান। বৃহস্পতিবার তাঁর কোলজুড়ে জন্ম নেয় এক ফুটফুটে কন্যা সন্তান। জানা যায় এ দিন সকাল ১০ টায় তিনি সন্তান প্রসব করেন।
এদিকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখেছেন তার মেয়ের নাম কি হবে? ফোয়ারা না বুঁচকি।ফলে ভক্তরাও বিভক্ত হয়ে পড়েছে দুই গ্রুপে। এক গ্রুপ বলছে বুঁচকি আর অন্য গ্রুপ বলছে ফোয়ারা।
যাই হোক না কেন পরিবারের সদস্যরাও নতুন অতিথির আগমনে আনন্দে মেতে উঠেছেন।
প্রসঙ্গত রাজকাহিনী ছবিতে সুদীপ্তাকে বুঁচকি নামের এক মেয়ের মা হিসেবে দেখা গেছে আর বায়োস্কোপ ছবিতে তার মেয়ের নাম ছিলো ফোয়ারা।
গত বছর ১৫ মে বোনের বন্ধু অভিষেক সাহাকে বিয়ে করেন সুদীপ্তা।
মন্তব্য চালু নেই