‘প্রথম শ্রেনীর অভিনেতা হিসেবে নিজেকে দেখতে চায়’
রোহানেরা শুরুটা পাগল তোর জন্যরে ছবির মধ্য দিয়ে এরপর অভিনয় করছেন মঈন বিশ্বাসের ৩য় ছবি বুলেট বাবুতে মার্চের ১১ তারিখ মুক্তি পেতে যাচ্ছে বুলেট বাবু ছবিটি। একনজরে পড়ে নেওয়া যাক রোহানের জানা অজানা তথ্য।
পুরো নাম:
রোহান
পড়াশুনা:
বেসরকারী একটি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করছি।
প্রিয় লেখক:
হুমায়ুন আহম্মেদ স্যার
বরাবর যার মতো হতে চাই:
আমি আমার মত হতে চাই, যদি অনুপ্রেরনা বলে তাহলে মান্না ভাই এর মতো।
মিডিয়ার স্বপ্ন এবং শুরু যে ভাবে:
এক সময় সিনেমা দেখতাম হলে গিয়ে এবং আমার ইচ্ছা হয় অভিনয় করব। এস এস সি পাশ করে ঢাকায় আসি এবং গাজী রাকায়েত স্যারের চারুনিরম স্কুল অব এ্যাকটিন এন্ড থিয়েটারে ভর্তি হই। তারপর অভিনয় হাতে খড়ি ওনার ওখান থেকে তারপর ২ (দুই) বৎসর রাকাইত স্যারের ওখান থেকে অভিনয় এরপর নাঁচ, ফাইটিং শিখি। ২০১১ সালে মঈন বিশ্বাস ভাইয়ের সাথে দেখা হয় এবং ওনার সিনেমাতে কাজ শুরু করি।
বুলেট বাবু ছবি সম্পর্কে কি বলবেন:
বুলেট বাবু একটি অন্যরকম এ্যাকশন ছবি। দর্শকদের জন্য এই ছবিতে ভিন্ন কিছু রয়েছে, যা তারা হলে গেলে দেখতে পাবে।
২০১৬ শেষে নিজেকে দেখতে চাই:
প্রথম সারির ভাল অভিনেতা হিসেবে নিজেকে দেখতে চায়।
মন্তব্য চালু নেই