প্রথম যৌন মিলনে ভয় কাটাবেন কিভাবে?
১. আপনার সঙ্গী সম্পর্কে আপনার মনের একান্ত ভাবনা গুলো তাকে বলুন। আপনার সঙ্গীর মনোবল বাড়াতে তাকে উৎসাহ দিন।
২. এমনটি ভাবা থেকে বিরত থাকুন যৌন মিলন কেউ একজনের একার পারফরমেন্স। যৌন মিলনে দু’টি লোকের তৃপ্তির আদান-প্রদান হয় বিভিন্ন আসন ভঙ্গিতে। এতে সবসময়ই ‘পরিপূর্ন তৃপ্তি’ অবশ্যক নয়।
৩. মানসিক প্রশান্তির জন্য ব্যায়াম, সামাজিক কর্মকান্ড এবং আপনার শখের কাজগুলো করুন। মনের প্রশান্তিই আপনার সঙ্গীকে তৃপ্তিদানে উৎসাহী করবে।
৪. যৌন মিলনে আবহ সৃষ্টি করুন। সঙ্গিত, ফুল, মোমবাতির আলো এবং সুগন্ধি দিয়ে এক মায়াবী বলয় তৈরি করতে পারেন।
৫. যৌন মিলন শব্দটিকে পুনঃবিন্যাস করুন। মিলন বলতে শুধু সরাসরি শারীরিক মিলন বুঝায় না। এটা হতে পারে চুমা, ছোয়া ইত্যাদি। যৌন মিলন হচ্ছে পরষ্পরের তৃপ্ত অনুভব। যৌন মিলনে তৃপ্তির বিনিময় হয়। হোকনা সে যেকোন উপায়ে!
মন্তব্য চালু নেই