প্রথম যে নায়িকাকে চুমু দিয়েছিলেন আমির খান!
অভিনয়ের চরিত্রে নানা কাণ্ড করতে হয় অভিনেতা-অভিনেত্রীদের। কিন্তু জানেন কি রঙিন পর্দায় কোন নায়িকাকে আমির খান প্রথম কোন ছবিতে চুমু খেয়েছিলেন? কোন ছবিতে ঘটেছিল এই কাণ্ড?
আমির খান আজ যে ছবিতে হাত দেন, তা-ই সোনা ফলায়। কিন্তু একটা সময় ছিল, যখন তাঁকেও কঠোর সংগ্রাম করতে হয়েছে। আমিরের এমন কিছু ছবি রয়েছে, যেগুলির নামই হয়তো সেভাবে শোনা যায় না। তেমনই একটি ছবি ‘হোলি’।
প্রায় ২২ বছর আগে ১৯৮৪ সালে ছবিটি মুক্তি পেয়েছিল। নায়িকা ছিলেন কিটু গিদওয়ানি। ছবিতে আমির একজন কলেজ ছাত্র যে প্রেমিকাকে নিজের হস্টেলের ফাঁকা ঘরে নিয়ে আসে। সেখানেই চুম্বন করে প্রেমিকাকে। তার পরে অবশ্য বেশ মজার ঘটনা ঘটে।
মন্তব্য চালু নেই