প্রথম প্লে-ব্যাকে তিশা ও আরিফিন শুভ
এই প্রথমবারের মত প্লে-ব্যাক করছেন তিশা ও আরিফিন শুভ। অনন্য মামুনের পরিচালনায় ‘অস্তিত্ব’ ছবিতে আরিফিন শুভ ও তিশা অভিনয়ের চরিত্রে তো থাকছেন ই সেই সাথে নিজেদের কন্ঠে গাওয়া গান।
শিরোনামে গানটির কথা “আমি বাংলার হিরো, কেন মিছে বাজি ধরো, কাঁপাবো টেকনাফ থেকে দিল্লি ! পড়ে গেছে হইচই, সারাবিশ্ব দেখে ওই- শুভ এসেছে আজ তোদের নাচাতে তিশা এসেছে আজ তোদের নাচাতে…..”
গানটি লিখেছেন লিমন আহম্মেদ এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন প্রীতম হাসান। এই প্রথমবারের মতো চলচ্চিত্রে জুটি বেঁধে আলোচনা তৈরি বেধেছেন এই জুটি। আবার ছবিটির গানে কণ্ঠও দিচ্ছেন তারা। শুক্রবার (৬ নভেম্বর) গানটির শুটিংও করেছেন।
এই গানটির নৃত্য পরিচালনা করেছেন কলকাতার সংকরাইয়া। যদিও তিশা এই “অস্বিত্ব” ছবিতে প্রথম প্লে-ব্যাক করছেন কিন্তু এর আগে শুভ ‘অগ্নি’তে প্রথম প্লেব্যাক করেন।
অন্যদিকে তিশা দীর্ঘদিন আগে একটি অডিও অ্যালবামে কণ্ঠ দিয়েছিলেন।এর পর তিনি নাটকে ব্যস্ত হয়ে উঠেন। তাই এটাই হচ্ছে তিশার প্রথম বারের মত প্লে-ব্যাক করা।
মন্তব্য চালু নেই