প্রথম প্রহরে ফুল দিলেন বিরোধী দলীয় নেতা

সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়েছেন। এসময় তার সঙ্গে ছিলেন দলীয় সংসদ সদস্যরা।

এরপর জাপার পক্ষেও তিনি ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান।

রাত ১২টা ১টি মিনিটে প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ফুল দেয়ার মাধ্যমে শুরু হয় একুশে ফেব্রুয়ারির মূল কর্মসূচি। স্পিকার শিরীন শারমিন চৌধুরী শ্রদ্ধা জানান। এরপর বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতারাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে ফুল দেয়া শুরু করেন।



মন্তব্য চালু নেই