প্রথম পরীক্ষায় ফেল করলেন বিপাশা
বিয়ে হয়েছে মাত্র দু-মাস হতে চলছে। এরই মধ্যেই নানান প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বিপাশাকে। হানিমুন থেকে ফিরেই সম্প্রতি এক জনপ্রিয় টেলিভিশন শো-তে হাজির হয়েছিলেন বিপাশা বসু এবং করণ সিংহ গ্রোভার জুটি। সেখানে উপস্থিত দর্শকদের কাছে বিপাশাকে পরীক্ষা দিতে হয় তিনি কেমন ঘরনি। আদৌ ঘরের কোনও কাজ করতে পারেন কি?
কিন্তু প্রথম পরীক্ষায় ফেল অভিনেত্রী। প্রথম পরীক্ষা জামার বোতাম সেলাই। করণের জামার ছেড়া বোতাম সেলাই করে দিতে হবে বিপাশাকে। লাজুক মুখে জানান, তিনি নাকি কোনও দিন কিছু সেলাই করেননি। সুতরাং বোতাম সেলাই তাকে দিয়ে হবে না। এর পরের কাজ ছিল বরকে টাই বেঁধে দেওয়া। যে পরীক্ষায় উতরে গিয়েছেন নায়িকা। বরকে পাশে নিয়েই যোগ্য ঘরনির পরীক্ষা দিলেন বিপাশা।
‘অ্যালোন’ দিয়ে শুরু হয়েছিল যে প্রেম কাহিনি তা গড়ায় বিয়ের সানাইয়ে। ৩০ শে এপ্রিল সাতপাকে বাঁধা পড়েন বিপাশা। পরিবার ও ঘনিষ্ঠ বান্ধুদের উপস্থিতে বিয়েটা সারেন তিনি। সম্পূর্ণ বাঙালি মতে। লাল বেনারসি পরে বিয়ে করেন বিপাশা।
তবে বিপাশার রিসেপশনে ছিল রীতিমতো চাঁদের হাট। অমিতাভ থেকে শুরু করে ঐশ্বরিয়া, শাহরুখ খান, সালমান খান কে ছিলনা সেখানে। নাচ-গান সব মিলিয়ে বিপাশা-করণের রিসেপশন ছিল সেদিন লাইমলাইটে।
মন্তব্য চালু নেই