প্রথম ট্রেলারে ‘দ্য লেজেন্ড অব টারজান’ [ভিডিও]

মুক্তি পেল ‘দ্য লেজেন্ড অব টারজান’-এর প্রথম ট্রেলার। ‘ট্রু ব্লাড’ খ্যাত তারকা অভিনেতা অ্যালেক্সান্ডার স্কার্সগার্ড অভিনীত ‘দ্য লেজেন্ড অব টারজান’ ছবিটির প্রথম ট্রেলার গতকাল মুক্তি ইউটিউবে দেয়া হয়েছে।

জানা গেছে, ৯ ডিসেম্বর ইউটিউবে ‘ওয়ার্নার ব্রসি পিচার্স’ চ্যানেল থেকে বিশ্বখ্যাত ‘হ্যারিপটার’ নির্মাতা ডেভিড ইয়েটস তার আসন্ন ছবি ‘দ্য লেজেন্ড অব টারজান’-এর প্রথম ট্রেলার মুক্তি দেন। মাত্র ২ মিনিট ৭ সেকেন্ডসের এই ট্রেলারে পুরনো টারজানের ফ্যান্টাসি আবার নতুন করে স্মরণ করেয়ি দিল।

অ্যালেক্সান্ডার্স স্কার্সগার্ড ছাড়াও ছবিতে আছেন স্যামুয়েল এল. জ্যাকসন এবং জিমন হনসু। ছবিটি আসছে বছরের জুলাইয়ের প্রথম দিনেই মুক্তি পাওয়ার কথা।

ট্রেলারে ‘দ্য লেজেন্ড অব টারজান’:



মন্তব্য চালু নেই