প্রথম ওভারেই ছক্কার পর চার হাঁকালেন মেহেদী
রংপুর রাইডার্স খুব বিপজ্জনক দল আসরের শুরু থেকে। সেই বিপজ্জনক রংপুবের বিপক্ষেই টসে জিতে ওপেনিং ব্যাট করতে নেমে প্রথম ওভারে ছক্কার পর চার হাঁকিয়ে সাজঘরে ফিরে গেলেন ঢাকা ডাইনামাইটসের মেহেদী মারুফ।
মিরপুরে শনিবার বিপিএলের দ্বিতীয় ম্যাচে অবশ্য টস ভাগ্যটা সাকিবকে সঙ্গ দিল না। নাঈম ইসলাম জিতলেন। এবং খুব স্বাভাবিক ভাবে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিল রংপুর।
এরপর সাঙ্গাকারার সঙ্গে ওপেন করতে আসা মেহেদী মারুফ ইনিংসের শুতেই সোহাগ গাজীর ওভারের দ্বিতীয় বলে ঝড় তুলে। তার তৃতীয় বলে ছক্কা এবং চতুর্থ বলে চার হাঁকিয়ে পঞ্চম বলে আউট হয়ে যায়।
এ রিপোর্ট লেখার সময় ঢাকা ডাইনামাইটসের সংগ্রহ ৩.২ বলে ১ উইকেট হারিয়ে ৩২ রান। ক্রিজে আছেন সাঙ্গাকারা (৭) এবং নাসির হোসেনে (১৩)রান নিয়ে।
মন্তব্য চালু নেই