প্রথমার্ধেই ৪ গোল হজম করলো বাংলাদেশ
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বের ফিরতি লেগের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শক্তিমত্তায় অস্ট্রেলিয়া যে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে, সেটার প্রমাণও দিচ্ছে। টিম কাহিলের হ্যাটট্রিক আর অধিনায়ক মিলে জেডিনাকের একটি গোলে ম্যাচের প্রথমার্ধেই ৪-০ ব্যবধানে এগিয়ে গেছে সকারুরা।
মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে পাঁচটায় শুরু হয় ম্যাচটি। ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ শানায় সকারুরা। তাদের আক্রমণের মুখে ব্যতিব্যস্ত হয়ে পড়ে বাংলাদেশের রক্ষণভাগ।
ম্যাচের সপ্তম মিনিতেই অস্ট্রেলিয়াকে এগিয়ে দেন টিম কাহিল। সতীর্থের ক্রস থেকে হেডে গোলটি করেন এই স্ট্রাইকার। এরপর ৩৩ ও ৩৬ মিনিটে আরো দুটি গোল করে হ্যাটট্রিক পূরণ করেন কাহিল।
কাহিলের পর অস্ট্রেলিয়ার গোল উৎসবে যোগ দেন অধিনায়ক মিলে জেডিনাক। ৪২ মিনিটে সকারুদের ৪-০ গোলে এগিয়ে দেন জেডিনাক। অ্যারোন মোয়ির ফ্রি-কিক থেকে হেডে গোলটি করেন তিনি।
মন্তব্য চালু নেই