প্রথমবার মিউজিক ভিডিওতে আবুল হায়াত

বর্ষীয়ান অভিনেতা আবুল হায়াতের প্রথম মিউজিক ভিডিও আসছে। মহান ২১ ফেব্রুয়ারি (ভাষা দিবস) উপলক্ষে এই মিউজিক ভিডিওটি নির্মাণ করা হয়েছে, এবং এই মিউজিক ভিডিওটি বীর বাঙালি ভাষা শহীদদের উৎসর্গ করে বানানো হয়েছে।

আবুল হায়াত বলেন, ‘বাংলা ভাষা এবং ভাষা শহীদদের নিয়ে নির্মিত এই মিউজিক ভিডিওতে উঠে এসেছে আধুনিকতার নামে বর্তমান বাংলাদেশ এবং বায়ান্নর বীরত্বের কথা।’

তিনি বলেন, ‘জীবনে প্রথম কোনও গানের ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছি। এবং কাজটি করে আমি মুগ্ধ।’

মিউজিক ভিডিওটির নির্মাতা ইয়ামিন এলান। লালন লোহানির গীত-রচনায় ‘বায়ান্ন’ শিরোনামের গানটির কথা এমন- ‘ওরা ইংরেজিতে বললে কথা নিজেকে ভাবে ধন্য, আমি হাসবো না কাঁদবো… ওরে ও বায়ান্ন…।’

গানটিতে কণ্ঠ ও সুর দিয়েছেন নাজির মাহমুদ। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এটি ইউটিউবে প্রকাশ করা হবে বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই