প্রথমবার দীপিকার সঙ্গে জুটিবদ্ধ হচ্ছেন ঋত্বিক

প্রিয়াঙ্কা চোপড়া, কারিনা কাপুর খান, ক্যাটরিনা কাইফ ও কঙ্গনা রানৌতের মতো বলিউডের প্রথম সারির প্রায় সব নায়িকার সঙ্গে অভিনয় করেছেন হৃতিক রোশন। কিন্তু বর্তমান সময়ের সবচেয়ে সফল অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে এখনও জুটি বাঁধা হয়নি বলিউডের এই সুপারস্টারের। তবে খুব শিগগিরই একসঙ্গে জুটিবদ্ধ হতে যাচ্ছেন তারা।

প্রযোজক সাজিদ নাদিয়াড়ওয়ালা ও পরিচালক কবির খানের পরবর্তী ছবিতে দেখা যেতে পারে এই জুটিকে। ইতিমেধ্যে তারা ছবির কাজ শুরু করে দিয়েছেন।

একটি ঘনিষ্ঠ সূত্র জানান, ‘দীপিকার সঙ্গে কাজ করার জন্য খুবই আগ্রাহী সাজিদ। কিন্তু কিছু কারণে তা হচ্ছিলো না। এবার সম্ভবত কবির খানের পরবর্তী ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন ৩০ বছর বয়সী এই অভিনেত্রী।’

দীপিকা এখন ব্যস্ত তার হলিউড ছবি ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অফ জ্যান্ডার কেজ’। এতে তার সহশিল্পী হলিউডের অ্যাকশন তারকা ভিন ডিজেল। হৃতিক এখন ব্যস্ত ‘মহেঞ্জদারো’র কাজ নিয়ে। এতে তার সহশিল্পী নবাগতা পূজা হিডজ।



মন্তব্য চালু নেই