প্রথমবার ঢাকায় আসছেন শ্রাবন্তী
ওপার বাংলার হালের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী প্রথমবারের মত ঢাকায় আসছেন। দিনক্ষণ চূড়ান্ত। সবকিছু ঠিক থাকলে ৭ মার্চ ঢাকার মাটিতে পা রাখবেন তিনি।
শ্রাবন্তীর ঢাকায় আসার মূল কারণ দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত ‘শিকারি’। সেখানেই নায়িকা হিসেবে দেখা যাবে তাকে। ছবিতে শ্রাবন্তীর বিপরীতে নায়ক হিসেবে থাকবেন শাকিব খান। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ওপারের এসকে মুভিজের প্রযোজনায় ছবিটি যৌথভাবে নির্মিত হবে।
জাজ মাল্টিমিডিয়া সূত্র জানায়, আগামী ৭ তারিখ শ্রাবন্তী ঢাকায় আসবেন এটা চূড়ান্ত। তিনি আসার পর ‘শিকারি’ ছবির মহরত অনুষ্ঠিত হবে এবং ১০ মার্চ থেকে ছবির শুটিং শুরু হবে।
এদিকে ‘শিকারি’ ছবিতে প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে জুটি বেধে অভিনয় করবেন শ্রাবন্তী। ছবিটি পরিচালনা করবেন বাংলাদেশ থেকে সীমান্ত আর কলকাতার পরিচালক জয়দেব।
মন্তব্য চালু নেই