প্রথমবারের মত বাংলাদেশে আসছে ব্যান্ডদল ‘ইলুভেইটি’
আগামী ২৬ মে, ২০১৬ তে মেটাল গানের সঙ্গে লোক সংগীতের অনুষঙ্গ জুড়ে দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করা ব্যান্ডদল ইলুভেইটি প্রথমবারের মত বাংলাদেশে আসছে।
আর এ তথ্য নিশ্চিত করেছে ইলুভেইটি ফেইসবুক পেইজে। এছাড়াও ব্যান্ডটির অফিশিয়াল ওয়েবসাইটে (http://eluveitie.ch/) নিশ্চিত করা হয়েছে বাংলাদেশে আসার খবর। টিকিটের মূল্যসহ কনসার্টের বিবরণ শিগগিরই জানানো হবে বলেও আশ্বাস দেয়া হয়েছে ব্যান্ডটির তরফ থেকে। এ কনসার্টের আয়োজন করছে গ্রিন ইভেন্ট ম্যানেজমেন্ট আয়োজন করছে। তবে টিকিটের দাম সংক্রান্ত তথ্য এখনও জানা যায়নি।
মন্তব্য চালু নেই