প্রথমবারের মত একই মঞ্চে রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন

বালাদেশের কিংবদন্তি দুই সংগীতশিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন এবার একই মঞ্চে গান গাইবেন। এই দুই গুণী শিল্পী প্রথমবারের মত দেশের বাইরে একই মঞ্চে উঠতে যাচ্ছেন। আগামী ১৫ মে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকার ইয়র্ক কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে ‘রুনা লায়লা-সাবিনা ইয়াসমিন লাইভ ইন কনসার্ট উইথ সিম্ফনি অর্কেস্ট্রা।’

এ আয়োজনের সকল প্রস্তুতি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন আয়োজক প্রতিষ্ঠান শো-টাইম মিউজিক অ্যান্ড প্লে’র কর্ণধার আলমগীর খান আলম। কনসার্টের প্রস্তুতি সম্পর্কে তিনি জানান, শো-টাইম মিউজিক সবসময়ই ব্যতিক্রম কিছু করার চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় এবার রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনের কনসার্ট করার উদ্যোগ নেয়া হয়েছে।

টিকেটের ক্রয়মূল্য ৫০ ও ৭৫ ডলার এবং ভিআইপি টিকেট মূল্য ১০০ ও ১৫০ ডলার। এলিট ক্লাসের জন্যে বিশেষ কিছু টিকেট থাকছে।



মন্তব্য চালু নেই