প্রথমবারের মতো ঢাকায় আসছেন কারিনা
বলিউডের হার্টথ্রব অভিনেত্রী কারিনা কাপুর প্রথমবারের মতো ঢাকায় আসছেন। আগামী জানুয়ারিতে রাজধানীর আর্মি স্টেডিয়ামে একটি কনসার্টে যোগ দেবেন তিনি। ওয়ান মোর জিরো কম্যুনিকেশন নামের এই কনসার্টটির আয়োজন করছে গান বাংলা চ্যানেল।
এর ২০১১ সালে বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে আয়োজিত ‘ত্রিদেশীয় বিগ শো’ কনসার্টে তার আসার কথা থাকলেও শেষ পর্যন্ত আসেননি কারিনা।
আয়োজকরা জানিয়েছেন, ওই কনসার্টতে কারিনা ছাড়াও দেশি-বিদেশি শিল্পীরা পারফর্ম করবেন। কনসার্টের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে প্লাটিনাম (দুইজন) ৫০ হাজার টাকা, গোল্ড ১০ হাজার টাকা, সিলভার পাঁচ হাজার টাকা এবং স্ট্যান্ডার্ড দুই হাজার টাকা।
মন্তব্য চালু নেই