প্রত্যুষা বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিল!
বিয়ের আগেই প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় অন্তঃসত্ত্বা ছিলেন? নায়িকার রহস্যজনক মৃত্যুর পর এই সম্ভবনার কথাও উঠে আসছে।
সোমবার কলকাতার গণমাধ্যমগুলো এমন খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, প্রত্যুষার ময়নাতদন্তের সময়ই নাকি তার আর্লি প্রেগন্যান্সির আভাস পান চিকিৎসকরা। সে কারণেই রিপোর্ট দিতে দেরি করেছিলেন তারা।
প্রত্যুষার বাবা-মা জামশেদপুর থেকে মুম্বাই পৌঁছনো পর্যন্ত অপেক্ষা করেছিলেন চিকিৎসকরা। এই দাবি মুম্বাইয়ের ওয়েবসাইট ‘পিঙ্কভিলা’র।
প্রত্যুষার মৃতদেহের মাথায় সিঁদুর বা বাঁ কাঁধে ঘনিষ্ঠ বন্ধু রাহুলের নাম লেখা ট্যাটু ছিল। এমনকী তার বাঁ কবজিতে চার-পাঁচ মাসের পুরনো ব্লেড দিয়ে কাটার দাগ পাওয়া গিয়েছে।
যার থেকে মনে করা হচ্ছে, আগে একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। তবে তার মৃত্যু আত্মহত্যা নাকি খুন, তা এখনও স্পষ্ট হয়নি।
মন্তব্য চালু নেই