প্রত্নসম্পদ রক্ষায় কাজ করছে সরকার: নূর

রাজশাহী : একটি জাতির বড় পরিচয় হলো তার সংস্কৃতি। আর তাই আমাদের সংস্কৃতিমনা মানুষ হতে হবে। দেশের ঐতিহ্য প্রতœসম্পদ রক্ষায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। যা অতীতে কখনো হয়নি। এ লক্ষ্যে বর্তমান সরকার পুঠিয়ায় প্রতœসম্পদ রক্ষায় ও সংস্কারের জন্য ৪ কোটি ২ লাখ ৮৬ হাজার টাকা বরাদ্দ দিয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর পুঠিয়া উপজেলার সংরক্ষিত পুরাকীর্তি ‘পুঠিয়া গ্রুপ অব মনুমেন্টস’-এর উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এ সব কথা বলেন।

পুঠিয়া উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় রাজশাহীর জেলা প্রশাসক মেজবাহ উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে বাংলাদেশ প্রতœসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক শিরিন আকতার বলেন, সরকারের বরাদ্দকৃত অর্থে শিগগির পুঠিয়ার প্রতœসম্পদ সংস্কার করে পর্যটকদের আকৃষ্ট করা হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য দেন-পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহম্মেদ, অধ্যক্ষ মনিরুল ইসলাম তাজুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক।



মন্তব্য চালু নেই