মধ্যরাত থেকে ফেসবুক বন্ধ রাখতে মন্ত্রিপরিষদ বিভাগের অনুরোধ
রাত বারোটার পর থেকে ভোর ছয়টা পর্যন্ত সামাজিক মাধ্যম ফেসবুক বন্ধ রাখতে যথাযথ পদক্ষেপ নিতে টেলিযোগযোগ বিভাগকে অনুরোধ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
গত সপ্তাহে বিটিআরসির কাছে এ প্রস্তাব পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।টেলিযোগাযোগ বিভাগ এ বিষয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর মতামত জানতে চেয়েছে।
টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার গণমাধ্যমকর্মীদের জানান, রাতে ফেসবুক বন্ধ করা হবে কী হবে না, তা অনেকটাই নির্ভর করছে বিটিআরসির মতামতের ওপর।সব দিক পর্যালোচনা করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
গত বছর জুলাই মাসে মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে ডিসি সম্মেলনের সময় জেলা প্রশাসকরা সরকারকে এ পরামর্শ দেন। সেই বৈঠকের সূত্র ধরে গত ২৭ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে একটি চিঠি পাঠায়।
গত সপ্তাহে বিটিআরসির চেয়ারম্যান এক অনুষ্ঠানের শেষে এ বিষয়ক গুজবের প্রেক্ষিতে বলেছিলেন, সরকার যদি চায় তাহলে তারা এমন সিদ্ধান্ত নিতে পারেন।
তবে সংশ্লিষ্টরা বলছেন, সম্পূর্ণরূপে ইন্টারনেট বন্ধ করা ছাড়া দেশে ফেসবুক বন্ধ করা সম্ভব নয়। এর আগে ২০১৫ সালের নভেম্বরে ২২ দিনের জন্য দেশে ফেসবুকসহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করা হলেও অনেকেই তা বিকল্প উপায়ে ব্যবহার করেছেন।
মন্তব্য চালু নেই