প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার সমাধিতে খালেদার শ্রদ্ধা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।
মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটে খালেদা জিয়া শেরে বাংলা নগরে জিয়ার কবরে ফুল দেন। পরে প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেন তিনি।
এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিকেল ৩টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি। এতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উপস্থিত থাকবেন।
মন্তব্য চালু নেই