‘প্রতিরক্ষা চুক্তি হলে প্রধানমন্ত্রী ইনক্রিমেন্ট পাবেন’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘প্রধানমন্ত্রী আপনি যাদের কাছে চাকরি করছেন তাদের কাছেই প্রতিরক্ষা চুক্তি করছেন। এ চুক্তি হলে আপনি আরো একটা ইনক্রিমেন্ট পাবেন। কিন্তু দেশের মানুষ যে এ চুক্তির বিরুদ্ধে, তা ভারতের কানে পৌঁছালেও আপনার কানে ঢুকছে না।’ জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বুধবার দুপুরে ৪৬তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন তিনি। এ সভার আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল।
রিজভী বলেন, ‘প্রতিরক্ষা চুক্তি মানে বাংলাদেশের নিরাপত্তা ভারতের কাছে ইজারা দেওয়া। এ চুক্তিতে বাংলাদেশের কোনো লাভ হবে না। সরকার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের কাছে বিক্রি করে দিচ্ছে। ভারতের সৈনরা যেন বাংলাদেশে ঢুকতে পারে সেই চুক্তিই শেখ হাসিনা গোপনে করছেন।’
জঙ্গিবাদ নিয়ে বিএনপির এ মুখপাত্র বলেন, ‘প্রতিটি জঙ্গির বিষয়ে খবর নিয়ে দেখেন সবাই আওয়ামী লীগের। আওয়ামী লীগে রাজাকার পাবেন, জঙ্গি পাবেন, গণতন্ত্র বিরোধী পাবেন। কারণ তারা এসবের উৎপাদনের রাজনীতি করে।’
আয়োজক সংগঠনের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।
মন্তব্য চালু নেই