প্রতিবাদী দীপিকা

সম্প্রতি ভারতের একটি জাতীয় দৈনিক তাদের অনলাইন ভার্সনে বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের অসর্তক মুহুর্তের একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওটি প্রকাশের পরপরই নিজের টুইটার অ্যাকাউন্টে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান দীপিকা। সাধারণ দৃষ্টিতে ভিডিওটি দেখলে মনে হবে, দীপিকা সাদা রঙের একটি পোশাক পড়ে হাস্যউজ্জ্বল ভাবে কথা বলছেন। কিন্তু একটু ভালো করে তাকালেই যে কেউ বুঝতে পারবে এটা তার অসর্তক মুহুর্তের ফুটেজ। যেখানে তার বক্ষদেশ অনেকাংশেই দেখা যাচ্ছিল।

ভিডিওটি প্রকাশের পরপরই দীপিকার নজরে আসে। তৎক্ষণাৎ ভিডিওটির স্ক্রীন শট নিয়ে নিজের টুইটার অ্যাকাউন্টে টুইট করে প্রতিবাদ জানান তিনি। এ সময় টুইট বার্তায় তিনি লিখেন, ‘যারা নারীকে সম্মান করতে জানে না, তাদের মুখে নারীর ক্ষমতায়নের কথা মানায় না।’ এদিকে দীপিকার এই প্রতিবাদী রূপকে স্বাগত জানিয়েছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম, তারকা ও ভক্তরা।



মন্তব্য চালু নেই