‘প্রতিটা দিন, প্রতিটা রাত, প্রতিটা মুহুর্তে তোমাকে পাশে চাই…’

আয়েশা সিদ্দিকা তখন চট্টগ্রাম সানশাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী, এক অনুষ্ঠানে তাঁকে দেখেছিলেন একই শিক্ষাপ্রতিষ্ঠানের ‘এ’ লেভেলের ছাত্র তামিম ইকবাল। সেখান থেকেই সূচনা। এরপর ২০১৩ সালের ২২ জুন তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

সেই হিসেবে বিবাহিত জীবনের তিনটা বছর পাড়ি দিয়ে ফেললেন জাতীয় দলের তারকা ক্রিকেটার তামিম ইকবাল ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকা ইকবাল। এরই মধ্যে জীবনের মোড়ও বদলে গেছে তাদের। চলতি বছরেই তাদের ঘর আলো করে এসেছে প্রথম পূত্র সন্তান – আরহাম ইকবাল খান।

বিবাহবার্ষিকীর দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আয়েশা লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী। বাকি জীবনের প্রতিটা দিন, প্রতিটা রাত, প্রতিটা মুহুর্তে তোমাকে পাশে চাই…’



মন্তব্য চালু নেই