প্রতারণা করায় জনসম্মুখে প্রেমিককে বেধড়ক পেটালেন প্রেমিকা
‘ভালোবাসা দিবি কিনা বল’ এই বলেই শুরু। না এটা শাকিব খানের সিনেমার গল্প নয়। বাস্তবেই ঘটেছে প্রেমিকার হাতে প্রেমিকের ধোলাই। ঘটনাটি ভারতের নাসিকে৷ চার বছর পর প্রাক্তন প্রেমিকার সঙ্গে প্রেমিকের দেখা৷ তবে মোটেও দুজনের এই সাক্ষাৎ মধুর ছিল না বরং হলো একেবারে উল্টা৷
ব্যাঙ্কের লাইনে পুরানো প্রেমিককে দাঁড়িয়ে থাকতে দেখেই খেপে গেলেন প্রেমিকা৷ আর তারপরই এসে উত্তমমধ্যম৷ ৩৫ বছরের এক ভদ্রলোক দাঁড়িয়ে ছিলেন ব্যাঙ্কের লাইনে৷ সেখানেই তাকে দেখতে পান তার সাবেক প্রেমিকা৷ তিনিও ওই ব্যাঙ্কে নোট বদলাতে গিয়েছিলেন৷ পরিচিত মুখ দেখেই ফেরে পুরানো স্মৃতি৷ সে স্মৃতি মোটেও সুখকর নয়৷
চার বছর আগে প্রেমিকের হাতে প্রত্যাখ্যাত হওয়ার সেই কষ্ট এখনো তাড়া করে বেড়ায় প্রেমিকাকে৷ সঙ্গে সঙ্গেই প্রায় ঠিক করে ফেলেন অ্যাকশন প্ল্যান৷ ডাকেন পরিবারের লোকজনকে৷ তারা আসতেই উত্তম-মাধ্যম দেন সাবেক প্রেমিককে৷ খবর পেয়ে আসে পুলিশ৷ পরে দুজনকেই থানায় নিয়ে যাওয়া হয়৷
ওই সাবেক প্রেমিকা নারী জানান, চার বছর আগে প্রেমিকের ঠকানোর স্মৃতি তিনি ভুলতে পারেননি৷ তাই ব্যাঙ্কের লাইনে সাবেক প্রেমিককে দেখে আর সংযত থাকতে পারেননি৷
অন্যদিকে বেদম উত্তমমধ্যমে প্রায় রক্তাক্ত হয়ে পড়েন ওই ব্যক্তি৷ তাকে সাথে সাথে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ওই ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট কিছু বিষয়ে অভিযোগও গ্রহণ করেছে স্থানীয় পুলিশ৷
মন্তব্য চালু নেই