প্রচণ্ড ভিড়ে দীপিকাকে আগলে রণবীর

বর্তমানে বলিউডের অন্যতম আলোচিত প্রেমিক জুটি রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন।

রণবীর সিংয়ের সঙ্গে সম্পর্কের ব্যাপারে প্রথমদিকে দীপিকা নিরুৎসুক থাকলেও পরবর্তীতে তার ইতিবাচক সাড়া পাওয়া গেছে। শুধু মুখেই ভালোবাসার কথা নয়, প্রেমিক রণবীর কাজেও তার প্রেমের সততার পরিচয় দিয়েছেন।

‘বাজিরাও মাস্তানি’ ছবির একটি গানের উদ্বোধনী অনু্ষ্ঠানে একসঙ্গে এসেছিলেন রণবীর-দীপিকা। সেখানে ভক্তদের উদ্দেশ্যে রণবীর বলেন, দীপিকার জন্য তিনি আজীবন অপেক্ষা করতে পারবেন। অনুষ্ঠান শেষে প্রচণ্ড ভিড়ের মধ্যে যখন নাস্তানাবুদ দীপিকা তখন দুহাতে ব্যারিকেট দিয়ে প্রাণপণে তাকে আগলে রেখেছেন রণবীর।

প্রত্যেক নারীই প্রত্যাশা করে যে, তার পছন্দের পুরুষটি যেনো যেকোনো পরিস্থিতিতে তাকে আগলে থাকে। রণবীরও ঠিক সেই কাজটিই করে বুঝিয়ে দিলেন দীপিকার প্রতি তার সত্যিকারের ভালোবাসার কথা।

উল্লেখ্য, সঞ্জয় লীলা বানশালির ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে দেখা যাবে দীপিকা-রণবীরকে। ছবিতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়াও।



মন্তব্য চালু নেই