প্রকাশ্য রাস্তায় শাহরুখের গাড়ি থামিয়ে একী করলো মেয়েটি! দেখুন সেই ভাইরাল ভিডিও…

নতুন কেনা বিএমডব্লিউ গাড়িতে চড়ে নিজের ছেলেকে নিয়ে বাড়ি ফিরছিলেন কিং খান। সেই সময় মুম্বই-এর ব্যস্ত রাস্তায় হঠাতই এক তরুণী এসে পড়েন তাঁর গাড়ির সামনে। প্রত্যক্ষদর্শীরা প্রথমে ভেবেছিলেন তরুণী বোধহয় নেশাগ্রস্ত।
ভক্তদের হাতে কত রকম ভাবে যে বিব্রত হতে হয় বলিউড তারকাদের। সম্প্রতি যেমন হতে হল শাহরুখ খানকে। নতুন কেনা বিএমডব্লিউ গাড়িতে চড়ে নিজের ছেলেকে নিয়ে বাড়ি ফিরছিলেন কিং খান। সেই সময় মুম্বই-এর ব্যস্ত রাস্তায় হঠাতই এক তরুণী এসে পড়েন তাঁর গাড়ির সামনে।
প্রত্যক্ষদর্শীরা প্রথমে ভেবেছিলেন তরুণী বোধহয় নেশাগ্রস্ত। কিন্তু ভুল ভাঙে যখন তিনি গাড়ির বাইরে থেকেই শাহরুখকে প্রেম নিবেদন করতে থাকেন। বলিউড বাদশা হকচকিয়ে যান। রাস্তার লোকজন তরুণীকে সরিয়ে নিয়ে যান গাড়ির সামনে থেকে।
সেই ঘটনা ধরা পড়ে গিয়েছে ক্যামেরায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও। ‘এবেলা’র পাঠকদের জন্য রইল ভিডিওটি—
https://youtu.be/C_igWSaYtBI
মন্তব্য চালু নেই