প্রকাশ্যে শূন্যে ভাসলেন যাদুকর (ভিডিও)

তেলআবিবের রাস্তায় প্রকাশ্যে জনমানুষকে চমকে দিয়ে শূন্যে ভাসলেন এক ম্যাজিশিয়ান। মানুষজন ভিড় করে দেখেন যাদুকরকে। কি করে শূণ্যে ভাসছেন হেজি ডিন নামের ওই যাদুকর। এক টানা পাঁচ ঘন্টা শুণ্যে ঝুলেছেন
অবাক পথচারীরা চেষ্টা করেন বুঝতে কিভাবে শুণ্যে ঝুলছেন তিনি। তবে বুঝে উঠতে পারেননি কেউই।
পাঁচ ঘন্টা শুণ্যে ঝুলে থাকার পর ক্রেন দিয়ে নামিয়ে আনা হয় তাকে। তিনি বলেন, ভাগ্য ভালো অ্যাম্বুলেন্সে বাড়ি যেতে হচ্ছে না আমাকে।
ঘটনাটি ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে তেলআবিবে।
সূত্র : দ্যা গার্ডিয়ান।
ভিডিও দেখতে নিচের লিংকে ক্লিক করুন
https://www.youtube.com/watch?v=wwHq6MN2Zkg&feature=player_detailpage































মন্তব্য চালু নেই