প্রকাশ্যে মা-বাবাকে চড়-থাপ্পড় মারলো ছেলে!

বাবা-মা যখন সন্তানকে নতুন ফ্ল্যাট কিনে দেন, তখন সন্তানের খুশি হওয়াই উচিত ।
কিন্তু চীনের এক দম্পতির ভাগ্যে সন্তানের কৃতজ্ঞতার বদলে জুটেছে চড়-থাপ্পড়।
ঘটনাটি ঘটেছে চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর হারবিনে।
স্থানীয় এক ওয়েবসাইটকে উদ্ধৃত করে ব্রিটেনের ডেইলি মেইল পত্রিকা এই খবরটি প্রকাশ করে বলছে, হারবিনের এক যুবককে তার বিয়ের উপহার হিসেবে বাবা-মা একটি নতুন ফ্ল্যাট কিনে দেন।
কিন্তু ফ্ল্যাটটি বেশ ছোট এই অভিযোগ করে যুবকটি পিতা-মাতার সাথে বচসা শুরু করে এবং এক পর্যায়ে রাস্তার ওপর তাদের মারধর করতে থাকে।
এক প্রত্যক্ষদর্শী এই ঘটনার ভিডিও শেয়ার করলে কয়েক ঘণ্টার মধ্যেই তা ভাইরাল হয়ে যায়।
ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, যুবকটি মা ও বাবার মাথায় ক্রমাগত থাপ্পড় মারছে।
বাবা-মা কোন প্রতিবাদ করছে না। শুধু হাত দিয়ে তাদের মাথা ঢেকে রাখছে।
এই দৃশ্য দেখে পথচারীরা যুবকটিকে জাপটে ধরে এবং পরে পুলিশের হাতে তুলে দেয়।
খবরে বলা হয়েছে, অজ্ঞাতপরিচয় এই যুবক স্বীকার করেছে যে উপহার হিসেবে পাওয়া ফ্ল্যাটটি আয়তনে বেশ ছোট ছিল বলে সে ক্ষিপ্ত হয়েছিল।

– বিবিসি বাংলা



মন্তব্য চালু নেই