প্রকাশ্যে ধুমপান করায় ২৭ জনকে জরিমানা
কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় আঙ্গিনায় ও আদালতপাড়ায় প্রকাশ্যে ধুমপান করায় ২৭জনকে দুই হাজার টাকা জরিমানা করেছে কিশোরগঞ্জ ভ্রাম্যমান আদালত। আজ সকালের দিকে কিশোরগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামিল এ জরিমানা আদায় করেন।
জানা গেছে, কিশোরগঞ্জ চিফ জুডিসিয়াল, জজ কোট, বিআরটিআর ও জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দায় বিভিন্ন বয়সী লোকজন প্রকাশ্যে ধুমপান করতেছিল। খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক তরফদার মো. আক্তার জামিল সরেজমিনে গিয়ে তাদেরকে প্রকাশ্যে অফিসগুলোর বারান্দায় ও আঙ্গিনার ভিতরে ধুমপান করতে দেখতে পান।
এসময় অভিযান চালিয়ে প্রকাশ্যে ধুমপান অপরাধে বিভিন্ন বয়সী লোকজনকে আটকে তাদের কাছ থেকে ৫০ থেকে ২০০টাকা জরিমানা আদায় করা হয়। এদের মধ্যে একজনকে ২০০টাকা, ১৬ জনকে ৫০টাকা ও ১০জনকে ১০০টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা আদায় করেন। জরিমানা আদায় শেষে সকলকে ছেড়ে দেয়া হয়।
মন্তব্য চালু নেই