প্রকাশ্যে ক্ষমা চাইলেন জ্যাকি পুত্র জ্যাসি

প্রকাশ্যে ক্ষমা চাইলেন চীনা তারকা অভিনেতা জ্যাকি চ্যানের ছেলে জ্যাসি চ্যান। মাদক রাখার দায়ে ৬ মাসের কারাভোগের পর সম্প্রতি মুক্তি পেয়েছেন এ অভিনেতা। মুক্তির পরই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ্যে জনগণের কাছে ক্ষমা চান জ্যাসি।

এ সংবাদ সম্মেলনে চ্যান বলেন, একজন সেলিব্রিটি হিসেবে আমার এমন কাজ করা ভুল হয়েছে। এটা খুব খারাপ প্রভাব ফেলেছে সমাজের উপর। আমি জানি, অনেকের বিশ্বাস ভেঙেছি। এ জন্য আমি দুঃখিত।

বেইজিংয়ে জেইসি চ্যানের বাড়িতে ১০০ গ্রাম মারিজুয়ানা রাখার অভিযোগে জ্যাসিকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ। তবে নিজেই এ দোষ স্বীকার করে নেন। তারপর কারাভোগের পর চলতি মাসের ১৩ তারিখ চীনের একটি কারাগার থেকে মুক্তি পান ৩২ বছর বয়সী জ্যাসি।



মন্তব্য চালু নেই