পৌর নির্বাচনে ভোট পড়েছে ৭৩.৯১ শতাংশ

দলীয় মার্কায় প্রথমবারের মতো অনুষ্ঠিত পৌর নির্বাচনে ভোট পড়েছে ৭৩ দশমিক ৯১ শতাংশ। মাঠ পর্যায় থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে নির্বাচন কমিশনের তৈরি প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনের পরিচালক(জনসংযোগ) এসএম আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

আসাদুজ্জামান জানান, ২৩৪ পৌরসভা নির্বাচনে সাতজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া স্থগিত ১৯ পৌরসভার ৫০টি ভোটকেন্দ্রের ফলাফল বাদ দিয়ে এ হিসাব করা হয়েছে।

ইসির প্রতিবেদনে দেখা যায়, ৬০ লাখ ৬৩ হাজার ৭২৯জন ভোটারের মধ্যে ৪৪ লাখ ৮১ হাজার ৭৬০ জন ভোটার পৌর নির্বাচনে ভোট দিয়েছেন। যা মোট ভোটারের ৭৩ দশমিক ৯১ শতাংশ। ২০৮ পৌরসভায় প্রদত্ত ভোটের মধ্যে ৭৮ হাজার ৯২৫টি ভোট বাতিল হয়েছে। এ নির্বাচনে বৈধ ভোটের সংখ্যা ৪৪ লাখ ২ হাজার ৮৩৫টি।



মন্তব্য চালু নেই