পোস্টারে শেখ হাসিনা থাকছেন, বঙ্গবন্ধু নয়

পৌর নির্বাচনে প্রার্থীদের পোস্টারে প্রার্থীর ছবির পাশাপাশি দলের সভানেত্রী ছাড়া আর কারো ছবি ব্যবহার করা যাবে না বলে জানিয়ে দেয়া হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিও কোনো প্রার্থী তার পোস্টার বা লিফলেটে ছাপতে পারবেন না।

পোস্টার-লিফলেটে ছবি ছাপানোর বিষয়ে নির্বাচন কমিশনের বিধি-নিষেধ জারির পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে মঙ্গলবার সারা দেশে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়।

এবারের নির্বাচনী আচরণ বিধিতে বলা হয়েছে নির্বাচনী পোস্টার, লিফলেট ও ভোটার স্লিপে প্রার্থীর ছবির পাশাপাশি কেবল দলীয় প্রধানের ছবি ছাপানো যাবে। সে হিসেবে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি পোস্টার-লিফলেটে ছাপানো যাচ্ছে না।

এরপরও নির্বাচন কমিশনের এ বিধি নিষেধকে মেনে নিয়ে দলীয় প্রার্থীরা যেন সে নিদের্শনাকে অনুসরণ করে সে জন্য দল থেকে চিঠি পাঠানো হয়েছে বলে বাংলামেইলকে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাংঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।



মন্তব্য চালু নেই