পোষা টিয়ার হদিশ পেতে ২৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা
পোষা টিয়া হারিয়ে গিয়েছে। দুঃখে নাওয়া-খাওয়া ছেড়েছেন গৃহকর্ত্রী। প্রিয় পোষ্যকে ফিরিয়ে দিল ২৫ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করেছেন। গত ৩ জানুয়ারি পোষা টিয়া নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকেই ওয়ারসালিগঞ্জের থানা চক এলাকার বাসিন্দা ববিতা দেবী মুখে কুটোটি কাটতে পারছেন না বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
গত আট বছর ধরে প্রতিদিন সকালে টিয়ার ডাকে ঘুম ভাঙত ববিতা দেবী সহ পরিবারের সকলের। ধীরে ধীরে টিয়াটি পরিবারের সদস্যই হয়ে উঠেছিল। আর টিয়াটি এতটাই পোষ মেনে গিয়েছিল যে, তাকে খাঁচায় রাখতে হত না।
এই টিয়া হারিয়ে যাওয়ায় আক্ষেপ ও দুঃখ তো স্বাভাবিক। এজন্য এলাকায় প্যামফ্লেট বিলি করে হারিয়ে যাওয়া টিয়ার খোঁজ দিতে সানুনয় অনুরোধ জানিয়েছে ববিতা দেবীর পরিবার।
ববিতা দেবীর তিন ছেলে হোয়াটস্যাপের মাধ্যমেও হারানো টিয়ার খোঁজে প্রচার শুরু করেছেন। কিন্তু এখনও পর্যন্ত কোনও সাফল্য পাওয়া যায়নি। এখন হারানো টিয়ার হদিশ পেতে ২৫ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করেছেন ববিতা দেবী। -এবিপি আনন্দ।
মন্তব্য চালু নেই