পোশাক পরার ধরণে দেখাবে তরুণ

প্রতিটি মেয়েই চায় চিরকাল তারুণ্য ধরে রাখতে। কিন্তু সে স্বপ্ন তো সত্যি হওয়ার নয়। কারণ বয়স কোনও বাধা মানে না। তবে এবার আপনার পোশাক পরার ধরণ ঢেকে দেবে আপনার বয়স। সত্যিকার অর্থে বয়স না কমলেও আপনাকে দেখাবে বেশ কমবয়সি।

এবার নিজেকে কমবয়সি দেখানোর জন্য জামাকাপড় পরার কয়েকটি ধরণ জেনে নিন-

রেট্রো স্টাইল
পুরনো যুগের রেট্রো স্টাইলের পোশাক পরতে পারেন, তবে তা আধুনিক স্টাইলে। প্রিন্টের শর্ট টপ পরতে পারেন জিন্সের সঙ্গে। পায়ে লম্বা হাই হিল।

কালো রঙের জাদু
কালো রঙের জামাকাপড় ফ্যাশনে সবসময়ই থাকে। কালো পোশাকে যেমন বেশ স্লিম দেখায়, তেমনি স্টাইলিশও। শুধু এর সঙ্গে কোনও গয়না পরে নিন। আপনাকে অন্য রকম দেখাবে।

ওভারসাইজ ফ্যাশন
ওভারসাইজ পোশাক পরেও আপনাকে দেখাতে পারে অনেক কমবয়সি। তবে সেক্ষেত্রে কালো রঙের পোশাক বেস্ট। তাতে আপনাকে অল্পবয়সি তো দেখাবেই সেইসঙ্গে সুন্দরীও।

সঠিক ফিটিংস
বয়স কম হোক বা বেশি দেহের সৌন্দর্য ফুটে ওঠে সঠিক ফিটিংসের পোশাক পরে। আপনার সৌন্দর্যকে লুকিয়ে না রেখে বেছে নিন আপনার মাপের সঠিক পোশাক।

গয়না
মেয়েদের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে তোলে গয়না। হাতে কয়েকটি চেইন বা আঙ্গুলে স্টাইলিশ আংটি আপনার বয়স কমিয়ে দেবে অনেকটা।



মন্তব্য চালু নেই