পোশাক খুলে যাওয়া সামলালেন সালমা হায়েক
পোশাক বিভ্রাট থেকে অল্পের জন্য রক্ষা পেলেন হলিউড অভিনেত্রী সালমা হায়েক। একটি ফটোশুটের সময় কোনক্রমে পোশাক সামলে সবার সামনে অস্বস্তিতে পড়ার হাত থেকে বাঁচলেন ৪৮ বছরের অভিনেত্রী।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ফটোশুটের সময় ভেজা পোশাকে সুইমিং পুলের বাইরে আসছিলেন সালমা। ভেজা থাকার দরুন পোশাক ভারী হয়ে গিয়েছিল। আর নড়াচড়া করতে গিয়ে তো চূড়ান্ত অস্বস্তিতে পড়লেন। স্ট্র্যাপহীন পোশাক শরীর থেকে নেমে যাচ্ছিল। পোশাকটা কোনোক্রমে টেনে ধরে রাখতে সক্ষম হলেন সালমা। নাহলে সকলের সামনে বেজায় অস্বস্তিতে পড়তে হত তাঁকে।
মন্তব্য চালু নেই